শেয়ারবাজারে ফিরছে গতি
ডিএসইর সূচক ৫২০০ পয়েন্ট ছাড়াল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৩:২৫
-(38)-687deb6306310.jpg)
ছবি : সংগৃহীত
টানা পঞ্চম-দিনের মত ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ডিএসইতে। তিন মাস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আবারও ৫২৮০ পয়েন্টের গণ্ডি অতিক্রম করেছে। এতে আস্থা ফিরতে সুরু করেছে বিনিয়োগকারীদের মধ্যে।
সোমবার (২১ জুলাই) দুপুর পৌনে ১টা পর্যন্ত সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৫,২৬৮ পয়েন্টে পৌঁছায়।
এসময় ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট থেকে বেড়ে ১,১৫৫ পয়েন্টে পৌছায়। লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২২৫টির দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ৭৬টি অপরিবর্তিত রয়েছে। এর আগে সর্বশেষ ১০ এপ্রিল ডিএসইএক্স ৫২০০ পয়েন্টের ওপরে ছিল।
গত পাঁচ কার্যদিবস ধরে সূচকটিতে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। মাত্র চার দিনেই (২০ জুলাই পর্যন্ত) ডিএসইএক্স বেড়েছে ১৩৩ পয়েন্ট, এছাড়া একই সময়ে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৫০০ কোটি টাকা, যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার কোটি টাকায়। এ সময়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে, যার অবদান ছিল মোট লেনদেনের ১৭.১ শতাংশ। এরপরে সবচেয়ে সক্রিয় খাত ছিল ব্যাংকিং ও টেক্সটাইল।
এর আগে রোববার (২০ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছিল।
এদিকে সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতা ও রপ্তানি খাতে ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। পাশাপাশি কিছু সেক্টরে শেয়ারের মূল্য আকর্ষণীয় পর্যায়ে থাকায় বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছে।
এএইচএস/এএ