Logo

অর্থনীতি

ডিএসইতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৫:০০

ডিএসইতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

প্রায় এক বছর পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড লেনদেন হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৮২ কোটি টাকা। যা চলতি বছরের সর্বোচ্চ।

এর আগে গত ২১ জুলাই লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৭০ লাখ টাকার। এর আগে ২০২৪ সালের ৫ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার। যা সে সময়ের সর্বোচ্চ ছিল।

গত বছরের ২ সেপ্টেম্বরের পর এ প্রথম এত উচ্চ পরিমাণে লেনদেন হলো। তবে ডিএসইর ইতিহাসে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ২০২১ সালের ১৬ আগস্ট। যার পরিমাণে ছিল ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকা।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের তুলনায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ফলে লেনদেনেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

এএইচএস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর