Logo

অর্থনীতি

ভাতা ও উপবৃত্তি বিতরণে নগদের সেরা বছর

২০২৪-২৫ অর্থবছরে ৯ হাজার কোটি টাকা বিতরণ, উপকারভোগী দুই কোটির বেশি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৫:৪০

ভাতা ও উপবৃত্তি বিতরণে নগদের সেরা বছর

সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’র জন্য ২০২৪-২৫ অর্থবছর ছিল সবচেয়ে সফল বছর। সদ্য সমাপ্ত অর্থবছরে ‘নগদ’র মাধ্যমে দুই কোটির বেশি সুবিধাভোগীর কাছে পৌঁছেছে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা।

এই সহায়তার মধ্যে রয়েছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বিভিন্ন ভাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও বন বিভাগের মতো অন্যান্য সরকারি খাতের ভাতাও।

শুধুমাত্র শিক্ষাখাতেই নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, যাতে উপকারভোগীর সংখ্যা প্রায় দেড় কোটি। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৯০ লাখ শিক্ষার্থী ও মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের ৫৪ লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত। প্রতি শিক্ষার্থীকে মাসিক ৭৫ থেকে ২০০ টাকা পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয়, যা তিন বা ছয় মাস অন্তর কিস্তিতে তাদের ‘নগদ’ ওয়ালেটে পৌঁছে দেওয়া হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) ‘নগদ’র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স) লিংকন মো. লুৎফরজামান সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ইবতেদায়ি থেকে ফাজিল এবং ভোকেশনাল থেকে ডিপ্লোমা পর্যায়ের ১৩ হাজারের বেশি শিক্ষার্থী পেয়েছে বিশেষ সরকারি অনুদান, যা নগদের মাধ্যমেই বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, সামাজিক নিরাপত্তা খাতে ‘নগদ’ একাই বিতরণ করেছে ৬ হাজার কোটি টাকা। এতে ৭৫ লাখের বেশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী বছরে চার কিস্তিতে নিয়মিত ভাতা পেয়েছেন। ভাতার পরিমাণ ছিল মাসিক ৫৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত, যা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচির আওতায় দেওয়া হয়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা ভাতা ও উপবৃত্তি বিতরণ করেছি। সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এই সফলতা এসেছে।’

তিনি আরও জানান, নগদের মাধ্যমে বিতরণ হওয়া সব ভাতার সঙ্গে ক্যাশ আউট চার্জ যুক্ত করে দেওয়া হয়, ফলে গ্রাহকদের আলাদাভাবে কোনো টাকা খরচ করতে হয় না।

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নগদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর