শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০০তম সভা অনুষ্ঠিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২১:৩৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৯০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাজধানীতে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়নসহ ব্যাংকিং কার্যক্রমসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান এবং পরিচালক ও কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার সভায় অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/এইচকে