Logo

অর্থনীতি

স্টক মার্কেটে ব্যাপক উত্থান, এক সপ্তাহে মূলধন বেড়েছে ৩৭ হাজার কোটি টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৪২

স্টক মার্কেটে ব্যাপক উত্থান, এক সপ্তাহে মূলধন বেড়েছে ৩৭ হাজার কোটি টাকা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে (২০ থেকে ২৪ জুলাই) বাজারে ব্যাপক উত্থান দেখা গেছে। সূচক, লেনদেন এবং বাজার মূলধনের দিক থেকে এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম চাঙা একটি সপ্তাহ। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ২০ হাজার ৫০৮ কোটি টাকা। আগের সপ্তাহে যেখানে মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকায়। 

লেনদেনেও এসেছে উল্লেখযোগ্য গতি। পুরো সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪,২৯৭ কোটি টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ৮৮৯ কোটি টাকা বেশি। সপ্তাহের শেষ দুই কর্মদিবস—বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ জুলাই) লেনদেন হয়েছে যথাক্রমে ৯৮২ কোটি ও ৯৮৬ কোটি টাকা, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫৯.৫৬ পয়েন্ট বা ৫.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ১৫৩.১১ পয়েন্ট বা ৭.৯১ শতাংশ, ডিএসই শরিয়াহ বেড়েছে ৫২.৮৯ পয়েন্ট বা ৪.৭২ শতাংশ। তবে এসএমই সূচক (ডিএসইএসএমইএক্স) কমেছে ১৬.৩৩ পয়েন্ট বা ১.৬১ শতাংশ। 

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার। লেনদেন হয়নি ১৯টি কোম্পানির শেয়ারে। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৬৮৪.২২ পয়েন্ট বা ৪.৭৭ শতাংশ। সিএসই-৩০ এবং সিএসসিএক্স উভয় সূচকই বেড়েছে ৬.৯৭ শতাংশ করে। 

সিএসইতে সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার ৭৩৭ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে ১৬ হাজার ৫৬৫ কোটি টাকা বেশি। লেনদেনের পরিমাণও বেড়ে হয়েছে ৯১ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬১ কোটি টাকার বেশি। 

সিএসইতে মোট ৩৩৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। 

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় ভূমিকার ফলে বাজারে এ ধরনের চাঙাভাব তৈরি হয়েছে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর