Logo

অর্থনীতি

ওয়ালটনের পণ্য এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, বার্বাডোসে বাজার সম্প্রসারণ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:২৯

ওয়ালটনের পণ্য এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, বার্বাডোসে বাজার সম্প্রসারণ

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে সম্প্রতি বার্বাডোসের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বারগেইন ওয়্যারহাউজ’ এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের পণ্যের গ্লোবাল বিস্তার অব্যাহত রয়েছে। এবার ওয়ালটন নিজেদের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যা ওয়েস্ট ইন্ডিজ নামেও পরিচিত।

সম্প্রতি বার্বাডোসের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বারগেইন ওয়্যারহাউজ’-এর সঙ্গে একটি পরিবেশক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং বারগেইন ওয়্যারহাউজের ম্যানেজিং ডিরেক্টর মো. যুহেইর যায়ৌনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানিয়েছেন, প্রাথমিকভাবে বার্বাডোসে স্প্লিট ও কমার্শিয়াল এসির প্রথম চালান পাঠানো হয়েছে। চুক্তির আওতায় ক্যারিবিয়ান অঞ্চলের মোট ১৬টি দ্বীপপুঞ্জে ওয়ালটনের পণ্য সরবরাহ করবে বারগেইন ওয়্যারহাউজ। পর্যায়ক্রমে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যও পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘ক্যারিবিয়ান অঞ্চলটি উত্তর ও মধ্য আমেরিকার মাঝখানে অবস্থিত। ফলে এই অঞ্চলে প্রবেশ ওয়ালটনের জন্য উত্তর ও মধ্য আমেরিকার বৃহৎ বাজারে সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।’

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘উন্নত প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এসি তৈরির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করেছে। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ইতোমধ্যে আমাদের এসির বাজার আছে। এখন বার্বাডোস হয়ে পুরো ক্যারিবিয়ান অঞ্চলেও সেই বাজার বিস্তৃত হবে।’

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে। এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যুক্ত হওয়ায় ওয়ালটনের বৈশ্বিক যাত্রায় যুক্ত হলো আরেকটি মাইলফলক।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওয়ালটন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর