রেমিট্যান্স প্রবাহে জোয়ার, মাসের ব্যবধানে ২৩.৯৭ শতাংশ প্রবৃদ্ধি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৭:৫৯

চলতি মাসে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে শনিবার ২৬ জুলাই পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৯৩৩ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯৭ শতাংশ বেশি।
২০২৪ সালের একই সময়সীমায় (১-২৬ জুলাই) রেমিট্যান্স এসেছিল ১৫৫৯ মিলিয়ন ডলার। ফলে রেমিট্যান্স প্রবাহে এক বছরের ব্যবধানে প্রায় ৩৭৪ মিলিয়ন ডলারের প্রবৃদ্ধি হয়েছে। এদিকে, শুধু ২৪ থেকে ২৬ জুলাই—মাত্র তিন দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ মিলিয়ন ডলার, যা মাসিক মোট প্রবাহের একটি উল্লেখযোগ্য অংশ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপ, প্রণোদনা অব্যাহত রাখা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর উৎসাহ দানই এই প্রবৃদ্ধির মূল কারণ হতে পারে। এছাড়া কোরবানির ঈদপরবর্তী প্রবাসীদের আর্থিক সহায়তার ধারা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন কর্মক্ষেত্রে শ্রমবাজার সম্প্রসারণের প্রভাবও রয়েছে।