Logo

অর্থনীতি

কমিউনিটি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রশিক্ষণ চালু

ডেডিকেটেড শরিআহ্-সম্মত উইন্ডো চালুর প্রস্তুতি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৪২

কমিউনিটি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রশিক্ষণ চালু

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালুর কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে ‘ইসলামিক ব্যাংকিং এবং শরিআহ্-সম্মত অর্থায়ন (আইবিসিএসএফ)’ শীর্ষক একটি সার্টিফিকেট কোর্স চালু করেছে। শিগগিরই একটি ডেডিকেটেড ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করার জন্য ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা)। তিনি ব্যাংকের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শুধু দক্ষতা উন্নয়নে নয়, বরং বাংলাদেশে শরিআহ্-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বলেন, ‘আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক, নীতিভিত্তিক এবং শরিআহ্-সম্মত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই প্রশিক্ষণ কর্মসূচি তারই প্রথম ধাপ।’

কোর্সটির প্রথম সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আফতাব উদ্দিন। তিনি বলেন, ‘শরিআহ্ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য কমিউনিটি ব্যাংকের এই প্রশিক্ষণ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।’

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের কাঠামোগত দক্ষতা গঠনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর