এআইবি’র ৫৪৭ কর্মকর্তার চাকরিচ্যুতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:০৯

ছবি : বাংলাদেশের খবর
আল আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবি) থেকে চাকরিচ্যুত ৫৪৭ কর্মকর্তার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে রাজধানীর প্রধান কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন।
চাকরিচ্যুত কর্মকর্তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব সতর্কতা বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই একযোগে এ সংখ্যক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এতে তাদের পরিবার-পরিজনের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত আমাদের জন্য শুধু হতাশাজনক নয়, অন্যায়ও।”তারা দ্রুত পুনর্বহাল না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।’
এ বিষয়ে ব্যাংকের মুখপাত্র মোক্তার হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১৪০০ কর্মীর পরীক্ষা নেয়া হয়। এরমধ্যে ৮০০ জন উত্তীর্ণ হয়। অকৃতকার্য হওয়ায় বাকিদের মধ্যে ৫৪৭ জনকে বাদ দেওয়া হয়। এর আগে চাকরিচ্যুতদের নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।’