Logo

অর্থনীতি

জুলাইয়ের ২৭ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার কোটি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৪৮

জুলাইয়ের ২৭ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার কোটি

প্রতীকী ছবি

জুলাই মাসের প্রথম ২৭ দিনে বৈধ চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ১ থেকে ২৭ জুলাই ২০২৫ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.০৯ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় দাঁড়ায় ২৫ হাজার ৬০৮ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশের খবরকে বলেন, ‘গত বছরের তুলনায় এবার রেমিট্যান্সের গতি অনেক ভালো। উৎস দেশে ব্যাংকিং চ্যানেলে লেনদেন, হুন্ডির প্রবণতা কমে যাওয়া এবং সরকার ঘোষিত প্রণোদনা-এসব কারণে এ প্রবৃদ্ধি হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ে (১-২৭ জুলাই ২০২৪) রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৭২ মিলিয়ন ডলার। তুলনামূলকভাবে এবার প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৬ শতাংশ।

তথ্য অনুযায়ী, শুধু ২৭ জুলাই এক দিনেই দেশে এসেছে ১৬৭ মিলিয়ন ডলার।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর