Logo

অর্থনীতি

শিল্পের জ্বালানি নিরাপত্তায় দক্ষতা ও সংরক্ষণ জরুরি : ডিসিসিআই ও সানেম

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:১৪

শিল্পের জ্বালানি নিরাপত্তায় দক্ষতা ও সংরক্ষণ জরুরি : ডিসিসিআই ও সানেম

দেশের শিল্পখাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ নীতিমালা, প্রযুক্তি প্রয়োগ এবং কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা। সোমবার (২৮ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় এ আহ্বান জানানো হয়।

আলোচনায় বাংলাদেশ ব্যাংক, বিদ্যুৎ বিভাগ, বিইপিআরসি, পেট্রোবাংলা, বাপেক্স, বিজিএমইএ, বিকেএমইএ ও বিপিজিএমইএসহ বিভিন্ন শিল্প ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বিইপিআরসি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘জ্বালানি সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্যের অভাবে বেসরকারি খাত অনেক সময় প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে সমন্বয়হীনতা সৃষ্টি হচ্ছে।’

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘জ্বালানি সরবরাহে অস্থিরতা শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা কমিয়ে দিচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক ‘এনার্জি অডিট’ বাস্তবায়ন করা উচিত।’

সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘নীতিমালা থাকলেও বাস্তবায়নে ঘাটতির কারণে কাঙ্ক্ষিত জ্বালানি দক্ষতা অর্জন সম্ভব হচ্ছে না। পরিকল্পনার কার্যকারিতা এখন পর্যালোচনার সময়।’

আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, জ্বালানি সংকট কাটাতে এলএনজি আমদানিতে বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে শুল্ক ছাড় এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ দিতে হবে।

বক্তারা সোলার প্যানেল স্থাপন, গ্যাস সংকট, বিশেষ করে এসএমই খাতের জ্বালানি সমস্যার পাশাপাশি শিল্পাঞ্চলভিত্তিক জ্বালানি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিসিসিআই-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মানসহ সংগঠনের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় সার্বিকভাবে দেশের শিল্পখাতে টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় নীতিনির্ধারকদের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিসিসিআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর