সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২১:৪০

সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) মধ্যে ১৬তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটি চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো. শওকত আলী খান।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় এবং মাঠপর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ড, আর্থিক অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা ব্যাংকের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমডিএ/এইচকে