Logo

অর্থনীতি

মেট্রোরেল স্টেশনে এনসিসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২১:৪৭

মেট্রোরেল স্টেশনে এনসিসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

এনসিসি ব্যাংক মেট্রোরেল এমআরটি-৬ লাইনের ১৬টি স্টেশনে এটিএম বুথ চালু করার পরিকল্পনার অংশ হিসেবে শাহবাগ স্টেশনে আনুষ্ঠানিকভাবে এটিএম বুথ উদ্বোধন করেছে।

অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনসহ ডিএমটিসিএল-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকারিয়া, পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম, যুগ্ম সচিব ও কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতেখার হোসেন, মহাব্যবস্থাপক (সিগনালিং ও টেলিকম) মো. নজরুল ইসলাম, যুগ্ম সচিব ও মহাব্যবস্থাপক (স্টোর ও প্রোকিউরমেন্ট) শাব্বীর আহমদ, এনসিসি ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং হেড অব কার্ডস মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এনসিসি ব্যাংকের মেট্রোরেল স্টেশনে এটিএম বুথ উদ্বোধনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এর ফলে মেট্রোরেলের যাত্রীদের জন্য একটি স্মার্ট ও ক্যাশলেস পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, মেট্রোরেল ঢাকা মহানগরের যোগাযোগ ব্যবস্থাতেই শুধু আমূল পরিবর্তন আনেনি; বরং এর মাধ্যমে যানজটের দূরদর্শা যেমন কমেছে, তেমনি কর্মঘণ্টা ও কর্মশক্তির অপচয় রোধ হয়েছে, ফলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়েছে।

আগামীতে স্টেশনগুলোতে বিভিন্ন বিপণিবিতান ও শপিং মল প্রতিষ্ঠার সুযোগ রয়েছে এবং সেগুলো করা হলে মেট্রোরেল স্টেশনগুলো সম্মিলিতভাবে একটি বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। ভবিষ্যতের এই সম্ভাবনাকে বিবেচনায় রেখে মেট্রোরেলের যাত্রীদের তাৎক্ষণিক অর্থ লেনদেন এবং বাণিজ্যিক কেন্দ্রে ব্যাংকের কার্ডধারী গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় ও নিরবিচ্ছিন্ন লেনদেনের সুবিধার্থে মেট্রোরেলের সব স্টেশনে এটিএম বুথ স্থাপন করা হচ্ছে, যা এখানকার ব্যবসায়ীদের ও তাদের গ্রাহকদেরও অর্থ লেনদেন সহজ ও নিরাপদ করবে। তিনি আগামীতেও মেট্রোরেল ও সংশ্লিষ্ট সকলের যেকোনো ধরনের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদানের জন্য পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনসিসি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর