Logo

অর্থনীতি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৮তম সভা অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২১:৫৬

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৮তম সভা অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৩০৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম, পিএইচডি, এফসিএমএ; অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, এফসিএ; ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিরাজুল ইসলাম এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী, এসিএস।

সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। পরিচালনা পর্ষদ ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর