Logo

অর্থনীতি

বিএসইসি

বিনিয়োগকারীর সংখ্যা নয়, পুঁজিবাজারে বদলেছে তাদের সক্ষমতার ধরন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৩:০৩

বিনিয়োগকারীর সংখ্যা নয়, পুঁজিবাজারে বদলেছে তাদের সক্ষমতার ধরন

পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা সরে যাচ্ছেন—এমন ধারণা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের মতে, বিনিয়োগকারীর সংখ্যা নয়, বরং তাদের বিনিয়োগ ক্ষমতার ধরণ ও মানে পরিবর্তন এসেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮টি। যদিও এই সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কম, তবে বিনিয়োগের পরিমাণ ও মানে দেখা গেছে ইতিবাচক পরিবর্তন।

তথ্য অনুযায়ী, ৫০ কোটি টাকার বেশি পোর্টফোলিও রয়েছে এমন বৃহৎ বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৩৩ জন, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ৬৯৬। একইভাবে ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জন, যা আগের বছরের তুলনায় ২ জন বেশি।

এ ছাড়া মাঝারি বিনিয়োগকারীদের মধ্যে ৫০ লাখ টাকার বেশি পোর্টফোলিওধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২২৫ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৩১৮ জন বেশি। অন্যদিকে, এক লাখ টাকার নিচে পোর্টফোলিওধারী ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা কমেছে প্রায় ৮৫ হাজার। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৯ লাখ ১৬ হাজার ১৫৭ জন, যা ২০২৫ সালে এসে দাঁড়িয়েছে ৮ লাখ ৩১ হাজার ৭৪৮ জন।

বিএসইসির মতে, এই পরিবর্তন বাজারে মানসম্পন্ন ও সক্রিয় বিনিয়োগকারীর অংশগ্রহণ বৃদ্ধির দিকেই ইঙ্গিত দেয়, যা বাজারের গঠনমূলক উন্নয়নে সহায়ক হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর