শিক্ষকদের স্বপ্ন পূরণে আইপিডিসির নতুন উদ্যোগ ‘প্রজ্ঞা’

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:২০
---2025-07-30T201851-688a2a139bce1.jpg)
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি বাংলাদেশের শিক্ষকদের জন্য ‘প্রজ্ঞা’ নামে নতুন একটি লোন সেবা চালু করেছে। যা শুরু করা হয়েছে ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ পঞ্চম আসর এর অংশ হিসেবে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাতি গঠনে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি জানানোর পাশাপাশি তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর রাখা।
‘প্রজ্ঞা’ অর্থ ‘জ্ঞান’। এই ঋণ শুধুমাত্র আর্থিক স্বনির্ভরতা নয়, বরং শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক আন্তরিক প্রকাশ। দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের অসামান্য ভূমিকা বিবেচনায় রেখে আইপিডিসি চালু করেছে এই বিশেষ ঋণসেবা, যাতে সহজে ও নিশ্চিন্তে নিজেদের আর্থিক প্রয়োজন পূরণ করতে পারেন।
‘প্রজ্ঞা’ লোনে রয়েছে কিছু বিশেষ সুবিধা, কম সুদের হার, প্রসেসিং ফিতে ৫০% ছাড় এবং জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ। অন্যান্য ঋণের মতো শুধুমাত্র চাকরি থেকে প্রাপ্ত আয় নয়, এখানে টিউশন বা কোচিংয়ের আয়ও বিবেচনায় নেওয়া হয়, যাতে আরও বেশি শিক্ষক এই সুবিধার আওতায় আসতে পারেন।
শিক্ষকদের প্রয়োজন বুঝে ‘প্রজ্ঞা’ লোনটি সহজ ও নমনীয় শর্তে তৈরি করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কিস্তিতে লোন পরিশোধ করার সুযোগ থাকায় এটি আয় অনুযায়ী সুবিধামতো পরিচালনা করা যায়। এই লোন সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষকরা নিতে পারেন। এমনকি যেসব অবসরপ্রাপ্ত শিক্ষকের নিয়মিত আয় আছে, তারাও এই লোনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে মাসিক আয় ন্যূনতম ২০,০০০ টাকা হতে হবে এবং বয়স হতে হবে ২২ থেকে ৬৫ বছরের মধ্যে (অথবা অবসর পর্যন্ত) ।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আইপিডিসি বিশ্বাস করে, শিক্ষকরাই একটি অগ্রসর ও আলোকিত সমাজ গঠনের প্রকৃত নির্মাতা। ‘প্রজ্ঞা’র মাধ্যমে আমরা তাদের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে চাই এমন একটি অর্থনৈতিক সুবিধার মাধ্যমে, যা তাঁদের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা প্রতিদিন জাতি গঠনের কাজে নিবেদিত, তাদের জন্য এই সামান্য শ্রদ্ধাঞ্জলি দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।’
চিকিৎসা বা পারিবারিক জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিয়ে বা সন্তানের শিক্ষা খরচ, জীবনযাত্রার মান উন্নয়ন কিংবা নিজের কোনো ইচ্ছা পূরণ যেটাই হোক না কেন, ‘প্রজ্ঞা’ লোন শিক্ষকদের আরও বড় করে স্বপ্ন দেখার সাহস জোগায়। আইপিডিসি ‘প্রজ্ঞা’ চালুর মাধ্যমে দেখিয়ে দিয়েছে, তারা অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা ও সামাজিক পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড শিক্ষকদের জন্য সহজে ঋণ পাওয়ার সুযোগ তৈরি করে আইপিডিসি তাদের স্বপ্ন পূরণের পথকে সহজ করেছে। আর এর মাধ্যমেই দেশের ভবিষ্যৎ আরও মজবুত হচ্ছে।
- এমডিএ/এমআই