আজীবন নিষিদ্ধ সালমান এফ রহমান, বাবা-ছেলের ১৫০ কোটি জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:৪৯
---2025-07-30T204927-688a3111f146c.jpg)
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে অনিয়ম এবং বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবন পুঁজিবাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাদেরকে অর্থনৈতিক ক্ষতির জন্য জরিমানা করা হয়েছে যথাক্রমে ১০০ কোটি টাকা এবং ৫০ কোটি টাকা।
বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৯৬৫তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
এছাড়া, আইএফআইসি ব্যাংকের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইএফআইসি ব্যাংককেও সতর্ক করা হয়েছে এবং ব্যাংকের অন্যান্য পরিচালকগণও সতর্কতার মুখে রয়েছেন। বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে স্বচ্ছতা বজায় রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এ ঘটনা থেকে পরিষ্কার একটি বার্তা দেওয়া হয়েছে যে, পুঁজিবাজারে অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আর্থিক খাতের স্বচ্ছতা রক্ষা করা হবে।
- এএইচএস/এমআই