Logo

অর্থনীতি

মুদ্রানীতি ২০২৫-২৬

নীতি সুদহার ১০ শতাংশে রেখেই মুদ্রানীতি ঘোষণা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৮

নীতি সুদহার ১০ শতাংশে রেখেই মুদ্রানীতি ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

নীতি সুদহার বা রেপো হার ১০ শতাংশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল তিনটায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মুদ্রানীতিতে বলা হয়, গত জুনে দেশে মূল্যস্ফীতি নেমে এসেছে ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই প্রেক্ষাপটে ব্যবসায়ীরা সুদের হার কমিয়ে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানালেও, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত রেপো হার অপরিবর্তিত থাকবে বলে জানান গভর্নর।

তিনি বলেন, “যতক্ষণ না মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে স্থায়ীভাবে নেমে আসে, ততদিন নীতি সুদহার ১০ শতাংশই থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও ড. হাবিবুর রহমান, বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলামসহ কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক, পরামর্শক ও মুখপাত্ররা।

নতুন মুদ্রানীতিতে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার ১১ দশমিক ৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৮ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৫ জুলাই ডিপোজিট ফ্যাসিলিটির হার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংক রেপো হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করে। রেপোর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারি সিকিউরিটিজ বন্ধক রেখে অর্থায়ন পায়।

  • এইচএএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর