Logo

অর্থনীতি

হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধনে বগুড়া মাতালেন তাসকিন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২৩:১৮

হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধনে বগুড়া মাতালেন তাসকিন

বিশ্বনন্দিত ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের অহংকার, তাসকিন আহমেদের হাত ধরে বগুড়ায় শুভ উদ্বোধন হলো হারল্যান স্টোরের আরও একটি নতুন আউটলেটের। বগুড়া সদরের পুলিশ প্লাজায় ৩১ জুলাই, ২০২৫ শুক্রবার হারল্যান স্টোরের এই আউটলেটটি উদ্বোধনে তাসকিন আহমেদের সাথে ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া পায়েল। আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।      

উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে তাসকিন আহমেদ উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘সর্বাধুনিক জার্মান মেশিন, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লিনরুম, সর্বোচ্চ কোয়ালিটি এবং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে রিমার্ক-হারল্যানের কালার কসমেটিক এবং স্কিন কেয়ার প্রোডাক্ট উৎপাদন করা হয়। আর শতভাগ অথেনটিক এই কসমেটিকস প্রোডাক্ট গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারছে বলেই হারল্যান স্টোর দেশের নাম্বার ওয়ান কসমেটিকস স্টোর। আজকে বগুড়ায় এই নতুন আউটলেটের উদ্বোধনের মাধ্যমে হারল্যান স্টোরের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’

হারল্যান স্টোরের চিফ অপারেটিং অফিসার তাসনিম হোসেন বলেন, “অথেনটিক, লাক্সারি কসমেটিকস আরও সহজলভ্য করার পাশাপাশি ভোক্তাদের একটি আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর বদ্ধপরিকর। কঠোর মান নিয়ন্ত্রণ করে শুধুমাত্র শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলোই আমরা আমাদের ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি এবং নিশ্চিত করছি দেশে থেকেই তারা পাচ্ছেন বিশ্বমানের পণ্য। নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান।“

নকল ও ভেজালের বিরুদ্ধে রিমার্ক-হারল্যান একটি বিপ্লব সৃষ্টি করেছে। বিশ্বমানের নিজস্ব ল্যাব এবং দেশি-বিদেশি এক্সপার্ট দ্বারা কোয়ালিটি, স্টেবিলিটি, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট সহ পর্যায়ক্রমে সকল টেস্ট পাশ করে পণ্য উৎপাদন করছে রিমার্ক-হারল্যান। এদিকে, সচেতন গ্রাহকরাও বুঝতে পেরেছেন হাতের কাছেই সহজলভ্য গুণগতমানসম্পন্ন এসব পণ্য থাকায় ভেজাল কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য ব্যবহার করার বিষয়টি এখন অযৌক্তিক। আর তাই, নিজের ও পরিবারের ত্বকের সুরক্ষায় ভোক্তাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে হারল্যান স্টোর।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/এমএম 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর