Logo

অর্থনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:১৭

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই)  দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। 

এ সময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা প্রদান করেন। 

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়াও ব্যাংকের কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহেদুর রহমান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাঈন উদ্দিন মাসুদ, সালামুন নেসাসহ উর্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর