পৌনে ৩ লাখ প্রতিষ্ঠানের শেয়ার ট্রান্সফার এখনো অনলাইন সেবার বাইরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২১:২৫
-688e2dd63ebe2.jpg)
ছবি : সংগৃহীত
দেশে নিবন্ধিত প্রায় পৌনে ৩ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার ট্রান্সফার প্রক্রিয়া এখনো ডিজিটাল সেবার আওতার বাইরে রয়েছে। এতে উদ্যোক্তারা নানা প্রশাসনিক জটিলতায় পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক কর্মশালায় উঠে আসে এই বাস্তবতা। ‘পরিচালনা পর্ষদ সভা ও বার্ষিক সাধারণ সভার গুরুত্ব এবং লিমিটেড কোম্পানির কমপ্লায়েন্স’ শীর্ষক কর্মশালাটি ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-এর রেজিস্টার এ. কে. এম নুরুন্নবী কবির। তিনি বলেন, ‘আরজেএসসিতে বর্তমানে প্রায় ২ লাখ ৭৫ হাজার কোম্পানি নিবন্ধিত রয়েছে। অধিকাংশ সেবা ডিজিটাল হলেও কেবল শেয়ার ট্রান্সফার প্রক্রিয়াটি এখনও ম্যানুয়াল রয়েছে। এটি দ্রুত ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, অনেক কোম্পানি সময়মতো বার্ষিক সাধারণ সভা ও অডিট রিপোর্ট জমা না দেওয়ার ফলে কমপ্লায়েন্স না মানার সমস্যা তৈরি হয়, যা কোম্পানির রেজিস্ট্রেশন ও সরকারি সেবা গ্রহণে বাধা সৃষ্টি করে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়িক পরিবেশে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করা জরুরি। উদ্যোক্তাদের কোম্পানি আইন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় পরিচালনায় জটিলতা দেখা দেয়।’
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর্টিসান চাটার্ড অ্যান্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পার্টনার মো. সেলিম রেজা, এফসিএ এবং মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর প্রধান নির্বাহী ও লিড কনসালটেন্ট মোহাম্মদ সানাউল্লাহ।
তারা বলেন, আইন ও বিধিবিধান না মেনে ব্যবসা পরিচালনা সম্ভব নয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কোম্পানিগুলোকে অবশ্যই পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।
বক্তারা কোম্পানি আইন ১৯৯৪-এর আধুনিকায়ন এবং যুগোপযোগীকরণ জরুরি বলেও মত দেন।
কর্মশালায় ডিসিসিআই-এর সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালকবৃন্দ এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ার ট্রান্সফারসহ বাকি সব সেবা অনলাইনে আনলে ব্যবসার গতিশীলতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।
এএইচএস/এমএইচএস