Logo

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:১৯

বাংলাদেশ ব্যাংকে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ

ছবি : বাংলাদেশের খবর

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুভ সূচনা করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ নুরুল নাহার, ডেপুটি গভর্নর-২ হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর-৩ জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ হলো তরুণ কর্মকর্তা ও কর্মীদের উদ্দীপনা, সৃজনশীলতা ও দেশপ্রেম উদযাপনের একটি প্রতীকী আয়োজন। এর মধ্য দিয়ে দেশের আর্থিক খাতকে আরও মানবিক ও গতিশীল করে তুলতে অনুপ্রেরণা জোগানো হচ্ছে।

বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের প্রতিও বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক গভর্নর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর