জুলাই শহীদদের স্মরণে কর্মসংস্থান ব্যাংকের বিশেষ উদ্যোগ

মোর্শেদ সুমন
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৮

জুলাই মাসের গৌরবময় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কর্মসংস্থান ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। শহীদদের স্মরণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী ঘোষণা দেন, আহত ও নিহত পরিবারদের জন্য বিশেষ লোন সুবিধা চালু করা হচ্ছে।
এই বিশেষ কর্মসূচির আওতায়, কর্মসংস্থান ব্যাংক থেকে সহজ শর্তে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহণ করা যাবে। লোনের সুদের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ৮ শতাংশ। অরুণ কুমার চৌধুরী জানান, এই লোনের জন্য যাঁরা আবেদন করতে পারবেন, তাঁদের মধ্যে রয়েছেন জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্ত্রী, সন্তান, ভাই-বোন এবং বাবা-মা। একইভাবে, যারা আহত হয়েছিলেন, তাঁদের প্রত্যক্ষ পরিবারও এই সুবিধা পাবেন।
এ উদ্যোগের মাধ্যমে সরকার ও কর্মসংস্থান ব্যাংক শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করল। শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন, যা শহীদ ও আহতদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ।
এই উদ্যোগে অংশগ্রহণকারী পরিবারের জন্য লোন প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং দ্রুতসমাধানযোগ্য করার আশ্বাস দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের সহায়তা কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে এবং শহীদ পরিবারের পুনর্গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মসংস্থান ব্যাংক আশা প্রকাশ করেছে।
এম এস