Logo

অর্থনীতি

জুলাই শহীদদের স্মরণে কর্মসংস্থান ব্যাংকের বিশেষ উদ্যোগ

Icon

মোর্শেদ সুমন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৮

জুলাই শহীদদের স্মরণে কর্মসংস্থান ব্যাংকের বিশেষ উদ্যোগ

জুলাই মাসের গৌরবময় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কর্মসংস্থান ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। শহীদদের স্মরণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী ঘোষণা দেন, আহত ও নিহত পরিবারদের জন্য বিশেষ লোন সুবিধা চালু করা হচ্ছে।

এই বিশেষ কর্মসূচির আওতায়, কর্মসংস্থান ব্যাংক থেকে সহজ শর্তে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহণ করা যাবে। লোনের সুদের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ৮ শতাংশ। অরুণ কুমার চৌধুরী জানান, এই লোনের জন্য যাঁরা আবেদন করতে পারবেন, তাঁদের মধ্যে রয়েছেন জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্ত্রী, সন্তান, ভাই-বোন এবং বাবা-মা। একইভাবে, যারা আহত হয়েছিলেন, তাঁদের প্রত্যক্ষ পরিবারও এই সুবিধা পাবেন।

এ উদ্যোগের মাধ্যমে সরকার ও কর্মসংস্থান ব্যাংক শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করল। শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন, যা শহীদ ও আহতদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ।

এই উদ্যোগে অংশগ্রহণকারী পরিবারের জন্য লোন প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং দ্রুতসমাধানযোগ্য করার আশ্বাস দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের সহায়তা কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে এবং শহীদ পরিবারের পুনর্গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মসংস্থান ব্যাংক আশা প্রকাশ করেছে।

এম এস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর