বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের নারী উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:১৫
---2025-08-07T211308-6894c32715e83.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের স্বল্প মুনাফায় বিনিয়োগ সুবিধা দিতে চুক্তিবদ্ধ হলো কমিউনিটি ব্যাংক।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তাফা এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিম প্রধান মো. মামুন উর রহমান, এবং হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শরিফ হাসান মামুন।
এই চুক্তির ফলে এখন থেকে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিমের আওতায় সহজ শর্তে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই উদ্যোগ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
- এএইচএস/এমআই