Logo

অর্থনীতি

দরপতনের পরও বাজার মূলধন বৃদ্ধি, শীর্ষে ২ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:১২

দরপতনের পরও বাজার মূলধন বৃদ্ধি, শীর্ষে ২ ব্যাংক

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারে বেশিরভাগ দিনই সূচক ও শেয়ারের দাম কমলেও বাজার মূলধন বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এর ফলে টানা নয় সপ্তাহ ধরে বাজার মূলধনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে চার কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচক পতন হয়েছে। দাম বেড়েছে ১৩৮টি প্রতিষ্ঠানের। আর কমেছে ২২৭টির। তবুও সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ২ হাজার ৮৫৬ কোটি টাকা বেশি।

ঈদুল ফিতরের পর টানা ৮ সপ্তাহ পতনের ধাক্কায় ডিএসইর বাজার মূলধন কমেছিল ২৬ হাজার কোটি টাকার বেশি। এরপর ঈদুল আজহার আগের সপ্তাহ থেকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। পরবর্তী নয় সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৬৮ হাজার কোটি টাকার বেশি।

তবে বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে সূচক কিছুটা কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৬৫ শতাংশ নিচে নেমেছে। ভালো কোম্পানির সূচক ডিএসই-৩০ এবং শরিয়াহ সূচকেও সামান্য পতন হয়েছে।

গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯১১ কোটি টাকার বেশি। যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারে। এরপর সিটি ব্যাংক ও যমুনা ব্যাংক শীর্ষ অবস্থানে ছিল।

এএইচএস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর