Logo

অর্থনীতি

এক বছরে ২.৫ বিলিয়ন ডলার বকেয়া পরিশোধ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:৪৭

এক বছরে ২.৫ বিলিয়ন ডলার বকেয়া পরিশোধ

গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

এক বছরে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিনিময় হার স্থিতিশীল রাখার কৌশলের অংশ হিসেবে গত বছরের ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এক ডলারও বিক্রি করেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক আলোচনায় তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তফিজুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে বিনিময় হার স্থিতিশীল রাখা জরুরি। তাই গত বছরের ১৪ আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা এক ডলারও বিক্রি করিনি।’

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শুরুতে ২০০-র বেশি বিদেশি ব্যাংক লাইন অব ক্রেডিট (এলসি) বন্ধ করে দিয়েছিল। আলোচনার মাধ্যমে তাদের তা বন্ধ করতে নিরুৎসাহিত করা হয় এবং বকেয়া না রাখার নিশ্চয়তা দেওয়া হয়। সে সময় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল, যা ধাপে ধাপে পরিশোধ করা হয়েছে।

রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বর্তমানে বিদেশি ব্যাংকগুলো আগের অবস্থায় ফিরেছে এবং কেউ কেউ লাইন অব ক্রেডিটও বাড়িয়েছে।

দুবাইভিত্তিক অ্যাগ্রিগেটরদের প্রসঙ্গে গভর্নর বলেন, নির্ধারিত ১২২ টাকার রেটে ডলার বিক্রি করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, অন্যথায় তাদের কাছ থেকে ডলার কেনা হবে না। তারা চাইলে ডলার ধরে রাখতে পারে, তবে ৫-৭ দিনের বেশি তা সম্ভব নয়।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক গভর্নর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর