Logo

অর্থনীতি

১০০ টাকার নতুন নোট আসছে ১২ আগস্ট

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:২৬

১০০ টাকার নতুন নোট আসছে ১২ আগস্ট

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ব্যাংক “বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের নোট আগামী ১২ আগস্ট প্রথমবারের মতো বাজারে ছাড়ছে। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য অফিস থেকেও প্রচলন করা হবে।

রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র (চলতি দায়িত্বে) ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স নুরুন্নাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।  

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ১০০ টাকার নোটের আকার ১৪০ মিমি × ৬২ মিমি। সম্মুখভাগে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, মাঝখানে জাতীয় ফুল শাপলা এবং পেছনের অংশে সুন্দরবনের ছবি রয়েছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেক্ট্রোটাইপে ‘১০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম যুক্ত করা হয়েছে। নোটটিতে নীল রঙের আধিক্য থাকবে।

নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রং পরিবর্তনশীল কালি, উন্নত নিরাপত্তা সুতা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উঁচু বিন্দু, ইন্টাগ্লিও প্রিন্ট, গোপন লেখা ও রঙিন তন্তু। এছাড়া UV কিউরিং ভার্নিশ ব্যবহারের ফলে নোট চকচকে হবে এবং স্থায়িত্ব বাড়বে।

বর্তমানের সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে আগের মতো। পাশাপাশি সংগ্রাহকদের জন্য বিনিময়যোগ্য নয় এমন নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক গভর্নর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর