পোশাক খাতে সহযোগিতা বাড়াতে বিজিএমইএ-কোস্টে বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২১:২১

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা খুঁজতে অস্ট্রেলিয়ান সংস্থা কোস্টে ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও কোস্টের চিফ পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের অফিসার ট্রিস্টান মে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে হবে। বিশেষ করে নতুন ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ রয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাসটেইনেবিলিটি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কাজ করছে বিজিএমইএ।
তিনি আরও জানান, শ্রমিক কল্যাণ, প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট প্রণয়নে কাজ করছে সংগঠনটি। এই কোড কার্যকর হলে ব্যবসায়িক প্রক্রিয়া সহজ হবে এবং খরচ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে অস্ট্রেলিয়ায় বাজার সম্প্রসারণ, মেলা আয়োজন, ব্যবসায়িক প্রতিনিধি দল প্রেরণ এবং সরকারি পর্যায়ে নীতি সহায়তা নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়। কোস্টে প্রতিনিধি জানান, বাংলাদেশের পোশাক শিল্পের স্থিতি, সক্ষমতা ও টেক্সটাইল উন্নয়নে তারা দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহী।
এএইচএস/এএ