২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:৪৮
---2025-08-12T144450-689affe29342b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কৃষি উৎপাদন বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের ৩৮ হাজার কোটি টাকার তুলনায় এ লক্ষ্য ২.৬৩ শতাংশ বেশি।
মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালক ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
নীতিমালার উল্লেখযোগ্য দিকসমূহ
প্রাণিসম্পদ খাতে বরাদ্দ ২০%, সেচ ও কৃষিযন্ত্রপাতি খাতে বরাদ্দ ২%,
২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণে সিআইবি সার্ভিস চার্জ মওকুফ।
কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বৃদ্ধি।
খিরা, কচুরলতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর গুড়সহ নতুন ফসল অন্তর্ভুক্ত।
অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণ।
পর্যাপ্ত ঋণ সরবরাহের মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে, কর্মসংস্থান বাড়বে এবং টেকসই অর্থনীতি গঠনে সহায়তা করবে নতুন নীতিমালা।
- এএইচএস/এমআই