প্রবাসী আয়ে বড় উত্থান, ১২ আগস্ট পর্যন্ত প্রবৃদ্ধি ৪৬ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:৪১

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে চলতি মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, শুধু ১২ আগস্ট ২০২৫ তারিখেই এসেছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (১৩ আগস্ট) বিকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, চলতি মাসের ১-১২ আগস্ট সময়ে মোট রেমিট্যান্স এসেছে ১,০৫৪ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের (৭২১ মিলিয়ন ডলার) তুলনায় ৪৬.২ শতাংশ বেশি।
এছাড়া চলতি অর্থবছরের শুরুর পর থেকে (জুলাই ২০২৫–১২ আগস্ট ২০২৫) মোট রেমিট্যান্স এসেছে ৩,৫৩২ মিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪–১২ আগস্ট ২০২৪) প্রাপ্ত ২,৬৩৫ মিলিয়ন ডলারের তুলনায় ৩৪.০ শতাংশ বেশি।
খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব পড়বে।
- এএইচএস/এমআই