Logo

অর্থনীতি

এলডিসি গ্রাজুয়েশন ৬ বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:০৫

এলডিসি গ্রাজুয়েশন ৬ বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের

ছবি : সংগৃহীত

ব্যবসায়ীরা এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বাংলাদেশের উত্তরণ সময়সীমা ৬ বছর বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনে গেলে বেসরকারি খাতের জন্য তা মারাত্মক প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘এলডিসি গ্রাজুয়েশন: সাম অপশনস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে ব্যবসায়ী নেতারা এ দাবি জানান। 

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখনো এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত নয়। মুক্ত বাণিজ্যে দর কষাকষি, রপ্তানি বৈচিত্র্য, শিল্পখাতে দক্ষ মানবসম্পদ, বিদেশি বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জলবায়ু সহনশীলতা তৈরি না করেই গ্রাজুয়েশন দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে।

মাহবুব বলেন, এলডিসি গ্রাজুয়েশনের প্রথম প্রভাব পড়বে শুল্ক বৃদ্ধিতে। জিএসপি সুবিধা হারালে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ কমতে পারে।

গবেষণা সংস্থা দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের (টিডব্লিউএন) লিগ্যাল অ্যাডভাইজার সানিয়া রেইড স্মিথ বলেন, অন্যান্য দেশও এলডিসি গ্রাজুয়েশনের আগে পিছিয়ে গেছে। অ্যাঙ্গোলা ও মিয়ানমারের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, প্রস্তুতি ছাড়া গ্রাজুয়েশন ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) সভাপতি আবদুল মুক্তাদির বলেন, দেশের ওষুধ শিল্প এখন কঠিন অবস্থায় রয়েছে। এলডিসি গ্রাজুয়েশনের পর পেটেন্ট বাধ্যবাধকতার কারণে ওষুধের দাম কয়েক গুণ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশের প্রস্তুতি ছাড়া গ্রাজুয়েশনে গেলে পোশাক খাতের জন্য বিপদজনক। এলএনজি আমদানির সক্ষমতা ও গভীর সমুদ্র বন্দর প্রস্তুতির অভাব এই ঝুঁকি বাড়াবে।

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি নাসিম মঞ্জুর বলেন, ২০২৬ সালের নভেম্বরে গ্রাজুয়েশন দেশের জন্য আত্মঘাতী হবে; ২০৩২ সাল পর্যন্ত অপেক্ষা করা উচিত।

ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ বলেন, ব্যবসায়ী নেতারা ৬ বছর অপেক্ষার পরামর্শ দিচ্ছেন, যা সরকারের নজরে রাখা উচিত।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, সরকার, আমলা ও ব্যবসায়ীদের সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। অন্যান্য খাতে উল্লেখযোগ্য সংস্কার না হলে মুক্ত বাণিজ্য চুক্তি ও বিনিয়োগ ঝুঁকিতে পড়বে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক কারণেও এলডিসি গ্রাজুয়েশন তাড়াহুড়া করে করলে দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না।

২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের তারিখ নির্ধারিত। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন।

সূত্র : ইউএনবি

/এএ


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর