শেষ হলো বিএসইসি-ডিএসইর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:০৯
---2025-08-14T190937-689de01d57e1f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স অন ক্যাপিটাল মার্কেট’ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই কোর্সটি সফলভাবে শেষ হয়। গত ১২-১৪ আগস্ট অনুষ্ঠিত এ কর্মশালায় বিএসইসি’র সহকারী পরিচালক ও পিও পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত এ কর্মশালার উদ্বোধনীতে বিএসইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম বলেন, ‘স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের চালিকাশক্তি, তাই রুলস ও রেগুলেশনস বাস্তবভাবে বুঝে কাজ করা জরুরি।’
ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত এমডি মোহাম্মদ আসাদুর রহমান অংশগ্রহণকারীদের নির্দ্বিধায় প্রশ্ন করার আহ্বান জানান।
প্রথম দিনে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি ও ভূমিকা তুলে ধরা হয় এবং ডিএসই’র বিভিন্ন ডিভিশনের কার্যক্রম নিয়ে সেশন হয়। শেষ দিনে অংশগ্রহণকারীরা ডিএসই’র বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন।
- এএইচএস/এমআই