নগদকে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল কেন্দ্রীয় ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:০৮
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রেডিট পণ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে দিয়েছে।
এতে বলা হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশে কার্যরত ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের মাধ্যমে সন্ত্রাসে জড়িত লেনদেন ও গ্রাহক অভিযোগের তথ্য সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্যের ভিত্তিতে গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং প্রতারণা প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়কালে ‘নগদ’ লিমিটেডে সংঘটিত প্রতারণা ও জালিয়াতির তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটিকে গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এমএফএস খাতে সময়ে সময়ে গ্রাহক প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটে। প্রেডিট পণ্যের গ্রাহকরাও এ ধরনের ঘটনার শিকার হলেও, এখন পর্যন্ত সংগৃহীত কোনো তথ্য থেকে প্রেডিট পণ্যকে সরাসরি দায়ী করার মতো প্রমাণ মেলেনি।
বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং প্রতারণা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
- এএইচএস/এমআই

