১৩ দিনে দেশে রেমিট্যান্স এল প্রায় ১৪ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৪৭

ছবি : সংগৃহীত
চলতি আগস্টের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ১৪৪ মিলিয়ন (১.১৪৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় ১২২ টাকা ধরে এর টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৯৫৭ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে আসা ৮৮৯ মিলিয়ন ডলার (প্রায় ১০ হাজার ৮৪৬ কোটি টাকা)-এর তুলনায় ২৮ দশমিক ৬ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ হিসেবে শুধু ১৩ আগস্টেই এসেছে ৯০ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৯৮ কোটি টাকা)। তার আগে ১–১২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৪ মিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার ৮৫৯ কোটি টাকা)।
অন্যদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১৩ আগস্ট পর্যন্ত (জুলাই ও আগস্ট মিলিয়ে) দেশে এসেছে ৩ হাজার ৬২২ মিলিয়ন ডলার, টাকায় পরিমাণ প্রায় ৪৪ হাজার ১৮৮ কোটি। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৮০৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৪ হাজার ১৯৭ কোটি টাকা)—বৃদ্ধি ২৯ দশমিক ২ শতাংশ।
বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারি প্রণোদনা, ব্যাংকের সক্রিয় উদ্যোগ আর হুন্ডি দমনে কঠোর নজরদারির প্রভাবে রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।
এএইচএস/এএ