Logo

অর্থনীতি

৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৪:০২

৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ছবি : সংগৃহীত

দেশের বাজারে প্রতিনিয়ত বেড়ে চলেছে পেঁয়াজের দাম। গত দুই দিনে মণপ্রতি পেঁয়াজের বেড়েছে ৫০০ টাকা। ঠিক এর মধ্যেই পেঁয়াজ নিয়ে সুখবর এল। প্রায় আট মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দর দিয়ে প্রবেশ করে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, গত বছরের শেষ দিকে ভারত সরকার এই বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তবে দেশের বাজারে দাম বৃদ্ধির পর আবার রপ্তানি শুরু করল তারা।

এর আগে, ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেঁয়াজ আমদানির ঘোষণা দেন। তিনি জানান, যে দেশ থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।

ব্যবসায়ীরা আশা করছেন, নতুন করে আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর