পুঁজিবাজারে এক সপ্তাহে মূলধন কমলো ৮ হাজার ৫৫৬ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৯:২০
-68a0858d8d72a.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বিদায়ী সপ্তাহে (১০-১৪ আগস্ট) টানা দরপতনে দেশের দুই পুঁজিবাজারে মূলধন কমেছে ৮ হাজার ৫৫৬ কোটি টাকা। লেনদেনও কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩ হাজার ৩৯৬ কোটি টাকা কম। এ সময়ে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৯২ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য গঠিত এসএমই সূচক বেড়েছে ৩.২৯ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৪৪৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট, যা আগের সপ্তাহের তুলনায় ১৯৯ কোটি টাকা কম। মোট ৩৯৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির।
অপরদিকে, সিএসইতে সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২২ হাজার ৯১ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৫ হাজার ১৬০ কোটি টাকা কম। এ সময়ে সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭২ পয়েন্টে।
সিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৭৫ কোটি টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৫ কোটি টাকা কম। মোট ৩১৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির।
বাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে।
এএইচএস/এমএইচএস