Logo

অর্থনীতি

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:০০

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার তিনি ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কিছু বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণে ব্যর্থ হওয়ায় এমডি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্র ইতোমধ্যেই ব্যাংকের পর্ষদের হাতে পৌঁছেছে এবং সোমবারের বোর্ড সভায় তা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষেয়ে জানতে শেখ মোহাম্মদ মারুফকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর