Logo

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভে এক বছরে বড় উত্থান

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২০:৫৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভে এক বছরে বড় উত্থান

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গত এক বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৮০৯ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

রোববার (১৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

 আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব (বিপিএম-৬) করলে এই রিজার্ভ দাঁড়ায় ২৫ হাজার ৮০৬ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে (আগস্ট ২০২৪) গ্রস রিজার্ভ ছিল ২৫ হাজার ৫৮০ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২০ হাজার ৪৭৫ দশমিক ৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৫ দশমিক ২ বিলিয়ন ডলার বা ২০ শতাংশ। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে প্রায় ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা প্রবৃদ্ধির হার হিসেবে দাঁড়ায় ২৬ শতাংশের বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ কিছুটা কমা, রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়া এবং রপ্তানি আয় ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোয় রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে। পাশাপাশি গত এক বছরে ডলার বিক্রি বন্ধ রাখার নীতিও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

তবে অর্থনীতিবিদেরা সতর্ক করে দিয়ে বলছেন, রিজার্ভের এই বৃদ্ধি ধরে রাখতে আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণের চাপের দিকে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। অন্যথায় এই প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

  • এএইচএস/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর