Logo

অর্থনীতি

দেড় মাসে রেমিট্যান্স এল ৪৫ হাজার কোটি টাকার বেশি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৭:৫২

দেড় মাসে রেমিট্যান্স এল ৪৫ হাজার কোটি টাকার বেশি

চলতি অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ভালো প্রবাহ দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪ থেকে ১৬ আগস্টের মধ্যে দেশে এসেছে প্রায় ১ হাজার ৪৭৬ কোটি টাকা (১২১ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ রেমিট্যান্স।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি আগস্টের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৫ হাজার ৪২১ কোটি টাকা (প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় ১২২ টাকা ধরে হিসাব করা হয়েছে)। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৩ হাজার ৫৬৬ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ দশমিক ৭ শতাংশ।

শুধু আগস্টেই নয়, জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্তও প্রবাহ বেড়েছে। জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে এসেছে প্রায় ৪৫ হাজার ৬৫২ কোটি টাকা সমপরিমাণ রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে অঙ্কটি ছিল প্রায় ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা। অর্থাৎ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২৩ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরবে। একই সঙ্গে হুন্ডি নিরুৎসাহিত করতে নেওয়া উদ্যোগও ইতিবাচক প্রভাব ফেলছে।

এএইচএস/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর