Logo

অর্থনীতি

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ নিয়ে বিতর্ক, ‘ভুয়া ও চক্রান্ত’ বলে দাবি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:১৫

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ নিয়ে বিতর্ক, ‘ভুয়া ও চক্রান্ত’ বলে দাবি

এ.এফ.এম. শাহীনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ.এফ.এম. শাহীনুল ইসলামের একটি ‘ব্যক্তিগত ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৮ আগস্ট) ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

প্রতিক্রিয়া জানিয়ে এ.এফ.এম. শাহীনুল ইসলাম বলেছেন, ‘আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত। শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে।’ 

তিনি দাবি করেন, তার কর্মকাণ্ডে কয়েকটি বড় গ্রুপ ও কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় তারা এমন কাজ করেতে পারে। 

এদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যাচাই করে ভিডিওটির সত্যতার প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিএফআইইউ যেহেতু স্বায়ত্তশাসিত সংস্থা, তাই কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো মন্তব্য করবে না। 

শাহীনুল ইসলাম চলতি বছরের ১২ জানুয়ারি বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সংস্থাটির উপ-প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত ইউনিট। মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার প্রতিরোধে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। 

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর