Logo

অর্থনীতি

ঢাকা ব্যাংকে নতুন এমডি এ.কে.এম. শাহনেওয়াজ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:০৮

ঢাকা ব্যাংকে নতুন এমডি এ.কে.এম. শাহনেওয়াজ

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন হয়েছে। নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.কে.এম. শাহনেওয়াজ। তিনি ১৭ আগস্ট ২০২৫ থেকে এমডির কারেন্ট চার্জ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। 

সোমবার (১৮ আগস্ট) এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

ব্যক্তিগত কারণে এর আগে ১৫ আগস্ট ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি এবং পরিচালনা পর্ষদের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। মারুফ ২০২৪ সালের অক্টোবর থেকে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন এমডি এ.কে.এম. শাহনেওয়াজ ২০১৩ সালে ঢাকা ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে যোগ দেন। তিনি চট্টগ্রামে আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকার লোকাল অফিস শাখার ব্যবস্থাপক এবং ২০১৮ সালের জুলাই থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮৯ সালে আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেডের প্রবেশনারি অফিসার হিসেবে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর