বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৩:৪১
---2025-08-19T134057-68a42ab16dc1b.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে বাধ্যতামূলক ছুটি ও তদন্তসহ জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলামসহ সচেতন ও দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারীরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে, যা রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানগত ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে ১৯ কোটি টাকা অবৈধভাবে উত্তোলনের সুযোগ প্রদানের অভিযোগ দুদকের নজরে এসেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গভর্নর নেতৃত্বাধীন সার্চ কমিটির সুপারিশকৃত তালিকায় নাম না থাকা সত্ত্বেও শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যা দুঃখজনক।
স্মারকলিপিতে কর্মকর্তারা দুই দফা দাবি
১. শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।
২. ৫ আগস্ট ২০২৪-এর পূর্বে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন।
এএইচএস/এমআই