বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক জোরদারে আলোচনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:০৭

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত বৈঠকে দুই দেশের বর্তমান বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, রপ্তানি খাতের বাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন বিষয়ে আলোচনা হয়।
এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান ক্রেতা দেশ। বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী বাণিজ্য চুক্তি উভয় দেশের জন্য সুফল বয়ে আনবে। এ সময় তিনি বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মার্কিন কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট বলেন, বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজার সম্ভাবনাময়। এই সম্ভাবনা বাস্তবায়নে দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং জোরদার করা জরুরি। তিনি আগামী ‘ইনভেস্টমেন্ট সামিট’-এ বাংলাদেশি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এবং সেফটি কাউন্সিলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ।
এএইচএস/এমএইচএস