Logo

অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:৪৯

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ছয় সদস্যের নতুন বোর্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।

নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ডা. আরিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন (স্বতন্ত্র পরিচালক), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম (স্বতন্ত্র পরিচালক), ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন (স্বতন্ত্র পরিচালক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক শেখ মোর্শেদ জাহান (স্বতন্ত্র পরিচালক) এবং চার্টার্ড সেক্রেটারী এম নুরুল আলম (প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লি. এর স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগের শর্তে)।

এদিকে, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তার দুই স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং তাদের একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও একই সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়। চিঠিতে বলা হয়েছে, এইচ বি এম ইকবাল, স্ত্রী আঞ্জুম আরা শিল্পী ও ডা. মমতাজ বেগম, দুই ছেলে মঈন উদ্দিন ইকবাল ও ইকরাম ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালের নামে থাকা সকল ব্যক্তিগত ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ১১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত সকল ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চার কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড পুনর্গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও সহকারী পরিচালক শাহরিয়ার সিদ্দিকী বলেন, করপোরেট গভর্ন্যান্স ও কার্যকর নীতি বাস্তবায়নে ঘাটতি, ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতা এবং সার্বিকভাবে সুশাসনের অভাবে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংক Bank Companies Act, 1991-এর ধারা ৪৭-এর বিধানের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই আইনের অধীনে বাংলাদেশ ব্যাংক কোনো বোর্ডের কার্যকলাপ ব্যাংক কোম্পানি বা তার আমানতকারীদের স্বার্থের পরিপন্থী বা ক্ষতিকর হলে, জনস্বার্থে সেই বোর্ড ভেঙে দেওয়া বা পুনর্গঠন করার ক্ষমতা রাখে। এর মাধ্যমে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হবে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর