চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আমদানি, ১১০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:২৭

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম কাস্টমস হাউসের কঠোর নজরদারিতে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা একাধিক পণ্য চালান জব্দ হয়েছে। এতে প্রায় ১১০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে।
বুধবার (২০ আগস্ট) রাজস্ব কর্মকর্তা মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টমসের এআইআর শাখার তথ্যানুসারে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত সময়ে ৭৬২টি ফাঁকির ঘটনা উদ্ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় প্রায় ৫০ কোটি টাকা শুল্ক এবং ৬০ কোটি টাকা জরিমানা আদায় হয়েছে। সব মিলিয়ে সরকারী কোষাগারে অতিরিক্ত ১১০ কোটি টাকা জমা পড়েছে।
মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় মার্চ মাসে ১৮ কোটি ৮২ লাখ টাকা। অন্য মাসগুলোতে আদায়কৃত রাজস্বের অঙ্ক ছিল ৬ থেকে ১১ কোটির মধ্যে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, ‘রাজস্ব আয় বৃদ্ধি ও আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল রাখতে আমরা সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। রাজস্ব ফাঁকির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। প্রয়োজনে সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হচ্ছে।’
কাস্টমস সূত্র জানায়, গত অর্থবছরের তুলনায় চলতি সময়ে রাজস্ব আয় প্রায় ১৫ কোটি টাকা বেশি। কর্তৃপক্ষের দাবি, এ পদক্ষেপ শিল্পের বিকাশ ও কর্মসংস্থান তৈরিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
এএইচএস/এএ