Logo

অর্থনীতি

বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও ফাঁস, তদন্তে ৪ সদস্যের কমিটি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:০৪

বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও ফাঁস, তদন্তে ৪ সদস্যের কমিটি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা এএফএম শাহীনুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আপত্তিকর সংবাদ ও ভিডিও চিত্রের বিষয়ে তদন্তে নামছে সরকার। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (২০ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও পরিচালক (আইসিটি-২) মো. মতিউর রহমান। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্র ও ভিডিও চিত্রসহ বিভিন্ন তথ্য যাচাই করে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে এই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও জানানো হয়, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়েছে।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর