Logo

অর্থনীতি

২০ দিনে রেমিট্যান্স এল ২০ হাজার ৩২ কোটি টাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৯:১৮

২০ দিনে রেমিট্যান্স এল ২০ হাজার ৩২ কোটি টাকা

চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ২০ লাখ ডলার। যা স্থানীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৩২ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১১ কোটি ২০ লাখ ডলার। ২০২৪ সালের আগস্টের প্রথম ২০ দিনে এসেছিল ১৫৩ কোটি ডলার।

চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে আগস্টের ২০ তারিখ পর্যন্ত ৪১২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৪৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ শতাংশ।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

গত ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ওই বছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর