Logo

অর্থনীতি

অনলাইন প্রতারণা রোধে বিনিয়োগকারীদের সচেতনতার আহ্বান

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৪:২৫

অনলাইন প্রতারণা রোধে বিনিয়োগকারীদের সচেতনতার আহ্বান

অনলাইন প্রতারণা রোধে বিনিয়োগকারীদের সচেতনতার আহ্বান ডিএসইর। ছবি : বাংলাদেশের খবর

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান বলেছেন, ডিএসইর নাম, লোগো ও ঠিকানা ব্যবহার করে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সক্রিয় প্রতারক চক্র ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এসব চক্র আইনের আওতায় আসবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া ও উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

আসাদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লোভনীয় প্রস্তাব পাঠায়। শুরুতে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে, পরে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে তাদের ব্লক করে দেয়।

তিনি বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, ‘ডিএসই বা নিয়ন্ত্রক সংস্থা সরাসরি কোনো বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে না। একমাত্র বৈধ উপায় হলো বিএসইসি, ডিএসই ও সিএসইর অনুমোদিত স্টক ব্রোকারদের মাধ্যমে লেনদেন করা।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারণা ঠেকাতে বিনিয়োগকারীদের সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিএসই ও বিএসইসির ওয়েবসাইটে অনুমোদিত ব্রোকারদের তালিকা রয়েছে। সেখান থেকেই বিনিয়োগকারীদের লেনদেনের পরামর্শ দেওয়া হয়। অচেনা ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভনে পা না দেওয়ারও আহ্বান জানানো হয়।

ডিএসই কর্মকর্তারা মনে করেন, এসব প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা হবে সবচেয়ে বড় প্রতিরক্ষা।

এএইচএস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর