Logo

অর্থনীতি

সংকটাপন্ন ব্যাংক ইস্যু : বিজিএমইএ’র সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:৩৩

সংকটাপন্ন ব্যাংক ইস্যু : বিজিএমইএ’র সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

ছবি : সংগৃহীত

সংকটাপন্ন ব্যাংকগুলোর কারণে সৃষ্ট আর্থিক জটিলতা মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ. মনসুরের সঙ্গে  তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (২৬ আগস্ট) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে এ বৈঠক  অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক এ.বি.এম. সামছুদ্দিনসহ কয়েকজন শিল্প উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিএমইএ নেতারা জানান, কয়েকটি সমস্যাগ্রস্ত ব্যাংক মারাত্মক তারল্য সংকটে থাকায় রপ্তানি আয় সঠিক সময়ে উদ্যোক্তাদের প্রদান করা হচ্ছে না। পাশাপাশি, নতুন লেটার অব ক্রেডিট (এলসি) খোলা যাচ্ছে না। এর ফলে কারখানাগুলো আর্থিক সংকটে পড়ে বেতন-ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে, যা শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তুলছে।

তারা বলেন, ‘এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা নষ্ট করছে এবং শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।’

বিজিএমইএ সভাপতি গভর্নরের কাছে অনুরোধ জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল না দিলে অনেক প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না এবং বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবেন।

গভর্নর ড. আহসান এইচ. মনসুর প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে রপ্তানিকারকদের প্রাপ্য অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিজিএমইএ আশা প্রকাশ করেছে, বাংলাদেশ ব্যাংকের তৎপরতায় শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিএমইএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর