ডিজিটাল ব্যাংকের নতুন লাইসেন্সিং প্রক্রিয়া শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:০১

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য নতুন করে লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক হালনাগাদ ‘ডিজিটাল ব্যাংক স্থাপন বিষয়ক গাইডলাইন্স, ভার্সন-২’ প্রকাশ করেছে।
নতুন গাইডলাইন্সের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) অর্জন, চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের জন্য সহজলভ্য ঋণ ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করা লক্ষ্য করা হয়েছে।
২০২৩ সালের প্রথম গাইডলাইন্স প্রকাশের দুই বছর পর নতুন প্রযুক্তি ও বৈশ্বিক আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় নীতিমালায় বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে পরিশোধিত মূলধন বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে, উদ্যোক্তা/স্পন্সর এবং প্রধান নির্বাহীর যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ড সংশোধন করা হয়েছে, এবং অপারেশন ও সাইবার সিকিউরিটি সংক্রান্ত নতুন বিধান যোগ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজিটাল ব্যাংকের নতুন লাইসেন্স প্রদানের জন্য আজ (২৬ আগস্ট) চারটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আবেদন জমা দেয়ার সময়সীমা ১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নতুন ডিজিটাল ব্যাংকগুলো দেশের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে এবং বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির পথে এগিয়ে নেবে।